Math, asked by das1995goutam, 3 months ago

রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50বছর। 10 বছর আগে রহিমের বয়স রামের বয়সের দ্বিগুণ ছিল। রাম ও রহিমের বর্তমান বয়স কত?​

Answers

Answered by Anonymous
9

দেওয়া হলো:-

  • রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর।
  • 10 বছর আগে রহিমের বয়স রামের বয়সের দ্বিগুন ছিল।

বের করতে হবে:-

  • রাম ও রহিমের বর্তমান বয়স

হল:-

প্রথমে আমরা রামের বর্তমান বয়স x ধরবো আর রহিমের বয়স y ধরে নেব।

এবার আমরা যা প্রশ্নে দেওয়া আছে তার হিসেবে সমীকরণ তৈরি করবো।

এখানে দেওয়া হয়ছে:-

রাম আর রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50, মানে:-

  • x + y = 50 ---------- (i)

আর,

দশ বছর আগে রহিমের বয়স রমারে বয়সের দুইগুন ছিল, মানে:-

দশ বয়স আগে:-

  • রামের বয়স = x - 10
  • রহিমের বয়স = y - 10

প্রশ্ন থেকে:-

  • 2(x - 10) = (y - 10)
  • = 2x - 20 = y - 10
  • = 2x - y = 20 - 10
  • = 2x - y = 10 --------- (ii)

সমীকরণ (i) কে 2 দিয়ে গুণ করে:-

  • 2x + 2y = 100 --------- (iii)

সমীকরণ (ii) আর (iii) কে ব্যবকলন করে:-

= (2x + 2y) - (2x - y) = 100 - 10

= 2x + 2y - 2x + y = 90

= 2x - 2x + 2y + y = 90

= 3y = 90

=> y = 90/3

=> y = 30

y এর মান সমীকরণ (i) তে ডালবো:-

= x + y = 50

= x + 30 = 50

=> x = 50 - 30

=> x = 20

অতএব রাম আর রহিমের বর্তমান বয়স হলো:-

  • রামের বর্তমান বয়স = x = 20 বছর
  • রহিমের বর্তমান বয়স = y = 30 বছর

________________________________

Answered by niha123448
0

Step-by-step explanation:

দেওয়া হলো:-

রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর।

10 বছর আগে রহিমের বয়স রামের বয়সের দ্বিগুন ছিল।

বের করতে হবে:-

রাম ও রহিমের বর্তমান বয়স

হল:-

প্রথমে আমরা রামের বর্তমান বয়স x ধরবো আর রহিমের বয়স y ধরে নেব।

এবার আমরা যা প্রশ্নে দেওয়া আছে তার হিসেবে সমীকরণ তৈরি করবো।

এখানে দেওয়া হয়ছে:-

রাম আর রহিমের বর্তমান বয়সের সমষ্টি 50, মানে:-

x + y = 50 ---------- (i)

আর,

দশ বছর আগে রহিমের বয়স রমারে বয়সের দুইগুন ছিল, মানে:-

দশ বয়স আগে:-

রামের বয়স = x - 10

রহিমের বয়স = y - 10

প্রশ্ন থেকে:-

2(x - 10) = (y - 10)

= 2x - 20 = y - 10

= 2x - y = 20 - 10

= 2x - y = 10 --------- (ii)

সমীকরণ (i) কে 2 দিয়ে গুণ করে:-

2x + 2y = 100 --------- (iii)

সমীকরণ (ii) আর (iii) কে ব্যবকলন করে:-

= (2x + 2y) - (2x - y) = 100 - 10

= 2x + 2y - 2x + y = 90

= 2x - 2x + 2y + y = 90

= 3y = 90

=> y = 90/3

=> y = 30

y এর মান সমীকরণ (i) তে ডালবো:-

= x + y = 50

= x + 30 = 50

=> x = 50 - 30

=> x = 20

অতএব রাম আর রহিমের বর্তমান বয়স হলো:-

রামের বর্তমান বয়স = x = 20 বছর।

রহিমের বর্তমান বয়স = y = 30 বছর।

________________________________

hope this helps you!!

thank you ⭐

Similar questions