একটি তারের প্রস্থচ্ছেদ 50% কমানো হল। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে?
Answers
Answered by
0
Answer:
ধরি , তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ r একক এবং দৈর্ঘ্য h একক । ∴ তারটির দৈর্ঘ্য 300% বৃদ্ধি করতে হবে ।
Answered by
30
সঠিক প্রশ্ন :
একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হল। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে?
দেওয়া আছে :
- একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হল।
বার করত হবে :
- আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে?
সমাধান :
ধরে নেওয়া যাক যে,
- তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ r একক
- তারের দৈর্ঘ্য h একক
∴ ব্যাস = 2r একক
তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলে, পরিবর্তিত ব্যাস হবে,
একক
একক
একক
একক
একক
একক
একক।
- ∴ পরিবর্তিত ব্যাস = r একক।
- ∴ পরিবর্তিত ব্যাসার্ধ = r/2 একক।
পূর্বে তারটির আয়তন ছিল = πr²h ঘন একক
ধরা যাক, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য হবে H একক
তারটির দৈর্ঘ্য শতকরা বাড়বে,
একক
একক
(eq.(i)) থেকে,
একক
একক
একক
একক
একক
একক।
∴ তারটির দৈর্ঘ্য 300% বৃদ্ধি করতে হবে।
Similar questions