History, asked by pmaji559, 1 month ago

আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও 50/60টি শব্দে​?

Answers

Answered by shahajan863
50

Answer:

আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দেবেন কি?

প্রথমে লিখি চিত্র দিতে আমি অপারক কারণ আমি আঁকতে পারি না। এবার বক্তব্য।।।।।। আদিম মানুষের বিবর্তনের প্রথবস্থায় যখন মানুষ বনমানুষের পর্যায় ছিল তখন হাতিয়ার ছিল মোটা গাছের ডাল। পরবর্তীতে ওই ডাল হল সূচালো ও তীক্ষ্ণ। এটি পুরাতন প্রস্তর যুগের অনেক আগে ডাইনোসরদের রাজত্ব ছিল। পরে পুরাতন প্রস্তর যুগে মানুষ দেখল দূর থেকে পাথর ছুড়ে পশুদের ঘায়েল করা বা খতম করা সহজ। এতে নিজেদের ক্ষতি কম হয়।শুরু হল হাতিয়ার হিসেবে পাথর। পরে ঐ পাথর সুঁচালো করে গাছের ডালের সঙ্গে লতা দিয়ে বেঁধে শুরু হল পাথরের হাতিয়ার। এরপর নুতন প্রস্তর যুগে যখন মানুষ আগুনের ব্যবহার শিখল তখন পাথরকে ধারাল করে তৈরী করল ওর পাথরের হাতিয়ার। ধীরে ধীরে মানববুদ্ধি যত বাড়তে লাগলো হাতিয়ারের তত উন্নতি হতে লাগলো। লৌহ যুগেএল লৌহ গদা, লৌহ মূষল ও আরো লৌহ নির্মিত হাতিয়ার। বিবর্তনের সাথে সাথে হাতিয়ারের পরিবর্তন হয়ে আজ মানুষের হাতে এসেছে পারমাণবিক হাতিয়ার হয়ত এর ই প্রভাবে লয় পাবে মানবসমাজ।।। বিশ্বনাথ বোস পল্টু।

Similar questions