50 points question :- সবার আমি ছাএ ' কবিতার মূল বিষয়বস্তু লেখো . (I need verified answer only for moderators who tell me my question i brainlist his/ her answer )
Answers
Answer:
কবি পরিচিতি:- কবি সুনির্মল বসু 902 সালে জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য তিনি অনেক ছড়া,কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন । তিনি রূপকথা, ভ্রমণকাহিনী, কবিতা লিখে জনপ্রিয়তা লাভ করেন । "হাওয়ার দোলা" তার প্রথম কবিতাগ্রন্থ। তার লেখা বিখ্যাত বই গুলি হল "হইচই,কথা শেখা, বেড়ে মজা, ছানাবড়া, ছন্দের টুংটাং,বীর শিকারি।" তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল 1956 সালে। 1957 সালের 25 শে ফেব্রুয়ারি কবি সুনির্মল বসুর জীবনাবসান হয় ।
সারমর্ম - সবার আমি ছাত্র এই কবিতার সারমর্ম হল এই যে পৃথিবী কবির কাছে এক শিক্ষালয়। পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে তার শিক্ষা গ্রহণ করেছেন । আকাশের কাছে শিক্ষা পেয়েছেন উদার হওয়ার শিক্ষা, বাতাস থাকে শিখিয়েছে কর্মী হতে, মহান হতে শিখিয়েছে পাহাড়, খোলা মাঠকে দেখে তিনি মন খোলা হবার শিক্ষা পেয়েছেন, সূর্যের কাছ থেকে পেয়েছেন আপন তেজে জ্বলতে থাকার শিক্ষা, মিষ্টি হাসির মধুর কথা বলতে তিনি শিখেছেন চাঁদের থেকে, সাগরকে দেখে নিজের অন্তরকে তিনি রত্ন আকর বা রত্নের খনি গড়ে তুলতে উৎসাহ লাভ করেন । নদীর কাছ থেকে তিনি লাভ করেন আপন বেগে এগিয়ে চলার শক্তি,সহ্য শক্তি লাভ করেছেন কবি মাটির কাছ থেকে, পাথর তাকে শিক্ষা দিয়েছে নিজের কাজে কঠোর হতে, ঝরনা তার স্বাভাবিক কলগানে কবির মনে গান জাগিয়েছে, শ্যাম বনানী অর্থাৎ সবুজ গাছপালা কবি কে দিয়েছে সরসতা। সারা পৃথিবী জুড়েই কবি শিক্ষা লাভ করেছেন, তাই কবির মনে হয়েছে এই গোটা পৃথিবী একটি পাঠশালা আর কবি সেখানে একজন ছাত্র। যিনি দিন রাত ধরে এই বিশ্ব প্রকৃতির কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছেন ।