Math, asked by badalkushwahak4453, 20 days ago

পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিতকরে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলাে(a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5​

Answers

Answered by subhrajit15
12

মূলধনের অনুপাত = লভ্যাংশ বণ্টনের অনুপাত

= (500×9) : (600×5) [ প্রতি মাস হিসাবে ]

= 4500 : 3000

= 3 : 2

Answered by pulakmath007
0

লভ্যাংশ পল্লবী ও রাজিয়ার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলাে 3 : 2

Given ( দেওয়া আছে ) :

পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিতকরে

To find ( নির্ণয় করতে হবে ) :

লভ্যাংশ পল্লবী ও রাজিয়ার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলাে

(a) 3 : 2

(b) 5 : 6

(c) 6 : 5

(d) 9 : 5

Solution ( সমাধান ) :

Step 1 of 2 :

প্রদত্ত তথ্য লেখো

পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিতকরে

Step 2 of 2 :

লভ্যাংশ পল্লবী ও রাজিয়ার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা নির্ণয় করো

পল্লবী 500 টাকা 9 মাসের জন্য নিয়ােজিত করে

∴ 1 মাস হিসাবে পল্লবীর মূলধন

= (9 × 500) টাকা

= 4500 টাকা

রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়ােজিত করে

∴ 1 মাস হিসাবে রাজিয়ার মূলধন

= (5 × 600) টাকা

= 3000 টাকা

সুতরাং , পল্লবী ও রাজিয়ার মধ্যে লভ্যাংশের অনুপাত

= পল্লবী ও রাজিয়ার মধ্যে মূলধনের অনুপাত

= 4500 : 3000

= 3 : 2

সঠিক বিকল্প হলো (a) 3 : 2

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।

https://brainly.in/question/21418479

2. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের হবে তা নির্ণয় করি।

https://brainly.in/question/24784406

#SPJ3

Similar questions