কোন স্থানের দ্রাঘিমা 50°30' পূর্ব হলে, তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে
Answers
Answer:
1 . নিরক্ষরেখা কাকে বলে ?
উঃ সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব – পশ্চিমে বেষ্টন করে আছে , তাকে নিরক্ষরেখা বলে ।
2 . নিরক্ষরেখার মান কত ?
উঃ শূন্য ( ০ ) ডিগ্রী ।
3 . নিরক্ষরেখার অপর নাম কী ?
উঃ বিষুবরেখা ।
4 . কাকে কেন মহাবৃত্ত বলা হয় ?
উঃ নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দু , ফলে রেখাটির কোণের মান শূন্য ( 0 ) ডিগ্রী । এজন্য রেখাটির নাম নিরক্ষরেখা । নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান গােলার্ধে ভাগ করে । এজন্য একমাত্র নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে ।
5 .অক্ষাংশ কাকে বলে ?
উঃ ভূ – পৃষ্ঠের কোনাে জায়গা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সােজা রেখা বা ব্যাসার্ধ টানলে ঐ রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণই হল সেই জায়গার অক্ষাংশ ।
6 .কলকাতার অক্ষাংশ কত ?
উঃ ২২ ডিগ্রী ৩০ মিনিট উত্তর ।
7 .অক্ষরেখা কাকে বলে ?
উঃ নিরক্ষরেখার উভয়দিকে ভূ – পৃষ্ঠকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা সম – অক্ষাংশযুক্ত কাল্পনিক রেখাগুলিকে বলে অক্ষরেখা বা সমাক্ষরেখা ।
৪ .প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত ?
উঃ ৩৬০ ডিগ্রী ।
9 . কর্কটক্রান্তি রেখা কী ?
উঃ নিরক্ষরেখার উত্তরে ২৩ ( সাড়ে ২৩ ) ডিগ্রী কৌণিক দুরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলে কর্কটক্রান্তি রেখা বলে ।
10 . মকরক্রান্তি রেখা কী ? উঃ নিরক্ষরেখার দক্ষিণে ২৩ . ৫ ( সাড়ে ২৩ ) ডিগ্রী কৌণিক দূরত্বে অঙ্কিত বৃত্তাকার কাল্পনিক রেখাটির নাম মরকক্রান্তি রেখা ।