মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা করো
Answers
Answered by
72
Answer:৫ টাকার কয়েনটি আগে ভূমিতে স্পর্শ করবে। কেননা ১ টাকা আর ৫ টাকার কয়েন সম্পূর্ণ ভিন্ন আয়তন ও ভর নিয়ে নিচের দিকে পতিত হবে। এখানে মুক্ত ভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শূণ্য মাধ্যম ব্যবহার করা হয়নি যা নিউটনের সূত্রের সমার্থন করবে। তাই বলা যায় ৫ টাকার কয়েন ১ টাকার কয়েনের তুলনায় প্রায় ১.৫গুণ ভারী হওয়ায় অপেক্ষাকৃত আগে ভূমি স্পর্শ করবে।
Answered by
18
Answer:
মাটির 6ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ফেলে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে।কারণ, খাতার পাতার তুলনায় কয়েন টি সহজে বায়ুর বাধা অতিক্রম করতে পারে। এবং খাতার পাতা হালকা হওয়াই বায়ুর বাধা অনেক বেশি পরিমাণে কার্যকর হয়। তাই সেটি দেরিতে মাটিতে পড়ে।
Similar questions
Political Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Math,
8 months ago
Math,
11 months ago