Science, asked by brockprasad3631, 8 months ago

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একইসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়কেন এমন হয় ব্যাখ্যা করাে।২. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনাে চুল আঁচড়ানাের পর তা নিস্তড়িৎ কাগজের টুকরােকে আকর্ষণ করে কেনব্যাখ্যা দাও।গ্যাসীয় অবস্থায় তাণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কী কী বলতে পারাে?3.প্রাইমডিয়াল ইউটিকল কী?​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
28

১. উত্তর__-কয়েন।

কারন :- কয়েনের ত্তজন বেশি।

২.উত্তর_-চিরুনী দ্বারা চুল আচড়ানো হলে চিরুনীতে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এবার এ চিরুনী ছোট ছোট কাগজের টুকরার কাছে আনলে কাগজগুলোতে বিপরীতধর্মী আধানের সঞ্চার হয় বলে চিরুনীটি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে।

✅❤আশাকরি এটি সাহায্যকর☺✌

Similar questions