১. মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একইসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
কেন এমন হয় ব্যাখ্যা করাে।
Answers
Answered by
29
Hey mate :
পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে সমান বলে আকর্ষণ করে । তাই উপর থেকে ফেলে দেয়া সকল বস্তু একই সময়ে নিচে এসে পড়বে । কোনটা হালকা কোনটা ভারী তাতে কিছু যায় আসে না ।
তবে…….
যদি সেখানে বাতাস থাকে তবে কয়েনটি আগে মাটিতে এস পৌঁছাবে কারণ সে অপেক্ষাকৃত ভারী এবং সহজেই বাতাসের বাধা কাটিয়ে উঠবে । কিন্তু বাতাসের বাধার কারণে কাগজের টুকরাটি দ্রুততম সময়ে মাটিতে পৌঁছাতে পারবে না । হেলেদুলে ভেসে ভেসে পড়বে ।
কিন্তু এই পরীক্ষাটি যদি একটা বিশাল বড় কাঁচনলের ভিতর করেন যেখানে কোন বাতাস নেই । সেখানে দুইটি বস্তুই একসঙ্গে মাটিতে এসে পড়বে কারণ সেখানে বাতাস নেই অর্থাৎ বাধা দেবারও কেউ নেই ।
Hope it helps.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
Biology,
9 months ago
English,
1 year ago
Physics,
1 year ago