Math, asked by halderkrishna589, 4 months ago


মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের3/8
হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি।
8
2​

Answers

Answered by tiyamastigirl
0

Answer:

ধনীকে ধার দেওয়ার লোকের অভাব নেই। টাকা মেলে না কেবল গরিবের। চিকিৎসা, পড়াশোনা, বিয়েশাদি, কোনও কিছুর জন্যই হাত উপুড় করতে চায় না ব্যাঙ্ক। আর মহাজন ধার দিলে দাবি করে চড়া সুদ।

পরিচিত এই নকশা বদলে দিয়েছে নওদার টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি। চার দশক ধরে এই সমিতি এলাকার গরিব মানুষের প্রয়োজনে টাকা জুগিয়ে আসছে। ডাকাতিয়াপোতার বাসিন্দা পুষ্কর মন্ডলকে মেয়ের বিয়েতে চার লক্ষ টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। টুঙ্গির বাসিন্দা কবির মন্ডলের মেয়ের বিয়েতেও এক লক্ষ টাকা করে ঋণ দিয়েছে সমিতি। ঋণ মিলেছে তিন থেকে সাত দিনের মধ্যে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খরচ, কেউ মারা গেলে অন্ত্যেষ্টির খরচ, সব কাজেই ঋণ মেলে এই সমবায় থেকে। দুঃস্থ ছাত্রদের পড়াশোনা, প্রতিবন্ধীদের নিজের পায়ে দাঁড়ানোর পুঁজি থেকে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকে ব্যবসার জন্য ঋণ, সবই জোগাচ্ছে সমবায় সমিতি।

Step-by-step explanation:

hope it will help you dear ❣️❣️


bjbuddy586: ও রে ঢেমনি অঙ্ক না পারলে কেউ এই সব type করে
Similar questions