Psychology, asked by rittikbauri06, 1 month ago

রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করাে এবং বিশ্লেষণ করাে (6)​

Answers

Answered by archanasingh49216
0

Answer:

mark me brainlist please

Answered by Anonymous
9

রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ দর্শনের মূল উৎস এবং তার বিশ্লেষণ হলো নিম্নরুপ -

  • রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ দর্শনের মূল উৎস হিসেবে, প্রাচ্য মানবতাবাদ এবং পাশ্চাত্য মানবতাবাদ, এই দুয়েরই উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও কবিগুরুর মানবতাবাদী দর্শনে,উপনিষদ এবং আধুনিক মানবতাবাদের প্রভাবও উল্লেখযোগ্য।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে উপনিষদের ধ্যান ধারণার সাথে কবি গুরুর দর্শন চিন্তার কিছু পার্থক্যও ছিল। উপনিষদের সার্বস্বয়বাদকে গ্রহণ করার পাশাপাশি তিনি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন। তাই, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনে, মানুষ এবং ঈশ্বর উভয়েই স্থান পেয়েছে। কোন এক পক্ষের হয়ে তিনি পক্ষপাতিত্ব করেননি। এতে করে পুরাতন ও নতুন দর্শনের এক অসাধারণ সমন্বয় ঘটেছিল কবিগুরুর নিজস্ব দর্শন চিন্তাভাবনায়।
  • জীবসেবার মাধ্যমে ঈশ্বরসেবায় যেমন তিনি বিশ্বাসী ছিলেন,আবার ইউরোপীয় রেনেসাঁ-এর মতানুসারে ধর্মীয় অজ্ঞতাকে পেছনে ফেলে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করে সমাজ ও মানুষের সার্বিক কল্যাণেরও সমানভাবে পক্ষপাতী ছিলেন তিনি।
  • তার লিখিত বিভিন্ন লেখনীতে তার এই উচ্চতর মানবতাবাদের উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পাওয়া যায়। তার বিভিন্ন লেখনীর মধ্যে তৎকালীন সমাজের বিভিন্ন সমস্যা যেমন - পণপ্রথা, জমিদারি জুলুম, পরাধীনতা, সমাজকল্যাণের অভাব, সমাজে নারীদের লাঞ্ছনা, ইত্যাদি দেখতে পাওয়া যায় । এই সকল এবং আরও অন্যান্য বিষয়ে তিনি তার নিজস্ব প্রতিবাদী সুরের অথবা অন্যের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সক্ষম, এমনতর ভাব প্রকাশ পেয়েছে তার বিভিন্ন লেখনীর (কাব্য,প্রবন্ধ,ছোটগল্প ইত্যাদি) মাধ্যমে।
  • এই স্বল্প আলোচনার শেষে এইটুকু বলা যেতে পারে যে, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন এতটাই উৎকৃষ্ট মানের যে সেইটি বর্তমান সময়েও সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক।
Similar questions