History, asked by sarkarc609, 1 month ago

6. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন—
(a) ওয়ারেন হেস্টিংস
(b) উইলিয়ম কেরি
(c) স্যার এলিজা ইম্পে (d) চার্লস উড​

Answers

Answered by parthib911m
4

Answer:

c. স্যার এলিজা ইম্পে।

Explanation:

He was the first judge of British India from 1774 to1783.

Answered by Anonymous
1

সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

উত্তর সম্বন্ধীয় তথ্যাবলী :

  • ব্রিটিশ শাসনকালে সুপ্রিম কোর্ট অবস্থিত ছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে।
  • ব্রিটিশদের দ্বারা এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ১৭৭২ খ্রিস্টাব্দে, এবং এটি সচলাবস্থায় ছিল ১৮৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত (কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা অবধি)।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি (chief justice) ছিলেন স্যার এলিজা ইম্পে (কর্মকাল : ১৭৭৪ থেকে ১৭৮৩)।

অতএব, আমরা ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি সম্পর্কে আলোচনা করলাম।

Similar questions