India Languages, asked by sreachatergge, 4 days ago

শৃঙ্খলা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন প্রায় 60 টি শব্দে​

Answers

Answered by BeAuTyBLusH
6

Answer:

ভূমিকা:

জীবন বিজ্ঞানের সাধারণ বৈশিষ্ট্য অনুসারে মানুষ এই পৃথিবীর অন্যান্য স্তন্যপায়ী জীবের থেকে পৃথক কিছু নয়। শুধুমাত্র আপন বুদ্ধিমত্তা দ্বারা নিজেকে উন্নত করে তুলে মানুষ আজকের এই স্থিতিতে উপনীত হয়েছে। কবে মানুষের জীবনে এমন কিছু নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যা তার সভ্য জীবনকে সত্যিকারের সার্থক করে তুলতে সহায়তা করে থাকে। এই সকল চারিত্রিক বৈশিষ্ট্য গুলিকে মানব চরিত্রের সাধারণ গুণাবলী বলে অভিহিত করা হয়।

শৃঙ্খলাবোধের স্বরূপ:

শৃঙ্খলাবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে শৃঙ্খলা বোধের প্রকৃত স্বরূপ সম্পর্কে আলোকপাত করার বিশেষ প্রয়োজন আছে। শৃঙ্খলা বোধ হল মানবচরিত্রের সেই বিশেষ চারিত্রিক গুন যা মানুষকে যথাযথ বা নির্ধারিত সময় অনুযায়ী, যথাযথ উপায় অবলম্বন করে সঠিক কাজ করবার পথে সুষ্ঠু রূপে চালিত করে।

ভারতীয় সংস্কৃতিতে শৃঙ্খলাবোধ:

সনাতন ভারতীয় সংস্কৃতিতে শৃঙ্খলা বোধের উল্লেখ করতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে সনাতন বৈদিক যুগে। বৈদিক ভারতীয় সংস্কৃতি অনুসারে সৃষ্টির স্বরূপ হল পরমাত্মা; আর জীবনের লক্ষ্য হলো কর্ম, ভক্তি ও জ্ঞান দ্বারা সেই পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মিলন। বৈদিক সংস্কৃতিতে এই পথে চলার জন্য শৃঙ্খলাকে পরম পাথেয় বলে অভিহিত করা হয়েছে।

আধুনিক শৃঙ্খলাবোধের ক্ষতিকর দিক:

প্রাথমিকভাবে শুনতে কিছুটা আশ্চর্য লাগলেও আধুনিক যুগে আমাদের সমগ্র বিশ্বসমাজে যে ধরনের শৃঙ্খলা বোধ ক্রমেই বিকাশ লাভ করেছে ও করছে, তার বেশ কিছু ক্ষতিকর দিক বর্তমান। এইসকল ক্ষতিকর দিকগুলি একাধারে ব্যাক্তিমানুষ ও সমাজ উভয়কেই প্রভাবিত করে। আধুনিক শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতার সাধারণ উৎস হল ঔপনিবেশিক ইউরোপীয় সংস্কৃতি।

Answered by pk2307923
0

Explanation:

শৃঙ্খলা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন প্রায় 60 টি শব্দে

Similar questions