Biology, asked by sa7313744, 4 months ago

খোকনের ওজন 68 কেজি খোকনের উচ্চতা 170 সেন্টিমিটার তার বিএমআই কত​

Answers

Answered by Anonymous
13

 \underline{ \large \purple{ \mathtt{\dag\:A \mathscr{nswer࿐}}}}

Given that,

• খোকনের ওজন = 68 কেজি

• খোকনের উচ্চতা = 170 সেন্টিমিটার

আমাদের খোকনের বি এম আই নির্নয় করতে হবে।

আমরা জানি,

বি এম আই ( B M I)

= দেহের ওজন ( কেজি) / দেহের উচ্চতা ( মিটার)²

আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে।

দেওয়া আছে ,

খোকনের উচ্চতা = 170 সেন্টিমিটার

আমরা জানি,

১০০ সেন্টিমিটার = ১ মিটার

তাহলে,

খোকনের উচ্চতা = 170 সেন্টিমিটার

= 170 / 100

= 1.7 মিটার

এখন,

খোকনের বি এম আই ( BMI)

= 68 / (1.7)²

= 23.52( প্রায়)

আমরা এখান থেকে জানতে পারি যে খোকন সবচেয়ে ভাল স্বাস্থ্যের অধিকারী। কারণ, যাদের BMI ২২ থেকে ২৫ এর ভেতর, তারা সবচেয়ে ভাল স্বাস্থ্যের অধিকারী।

_________________________________________________

 \\

 \underline{ \large \purple{ \mathscr{\dag\:N \bf{eed }  \: to   \: \mathscr {K} \bf{now} ....}}}

BMI কি?

→ Body Mass Index (BMI) হল প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন ও উচ্চতার ভিত্তিতে স্থুলতা নির্ণয়ের একটি নির্ভরযোগ্য ও সর্বাধিক প্রচলিত সূচক বা পন্থা।

বিএমআই মানের মাধ্যমে জানা যায় যে দেহের ওজন স্বাভাবিক, কম বা বেশী ইত্যাদির মধ্যে কোন পর্যায়ে আছে ।

বি এম আই নির্ণয় এবং এর ব্যাখ্যাঃ

বি এম আই নির্নয়ের সবচে গ্রহনযোগ্য একক হচ্ছে এস আই একক, যা ওজন (কি.গ্রা.) / উচ্চতা (মিটার)২ হিসাবে প্রকাশ করা হয়।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

< ১৮.৫০ _ওজনহীনতা

১৮.৫০ – ২৪.৯ স্বাভাবিক

২৫.০০ – ২৯.৯ ওজনাধিক্য

৩০.০০ – ৩৪.৯ গ্রেড-১ স্থুলতা

৩৫.০০ – ৩৯.৯ গ্রেড-২ স্থুলতা

> ৪০.০০ _গ্রেড-৩ স্থুলতা/ রোগ গ্রস্থ চূড়ান্ত পর্যায়ের স্থুলতা

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

 \\

\sf\purple{উদাহরণ :-}

মনে করি, একজন মানুষের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি , অর্থাৎ ৬২ ইঞ্চি বা (৬২× ২.৫৪=) ১৫৭ সেমি বা ১.৫৭ মিটার।

আর ওজন ৬২ কেজি। তাহলে তার বি এম আই হবে – ৬২ ÷ (১.৫৭)২ = ২৫.১৫ কেজি/মি২ ।

ওপরের চার্ট অনুযায়ী তিনি ওজনাধিক্য গ্রুপের মাঝে পড়েছেন।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

 \bf\large{\pink{\: So  \: Done!!࿐}}

Similar questions