7. কেরিসাহেব কাজ করতেন (A) সেরেস্তায় (C) মহাফেজখানায় (B) নীলকুঠিতে (D) সেনাবাহিনীতে।
Answers
Answer:
7 Ans -নীলকুঠিতে 8 Ans c) খিদিরপুর 9 Ans B) সম্বদ্ধ পদ 10 Ans B) মধ্যপদলোপী কর্মধারায়
সমাধান
সঠিক বিকল্প নির্বাচন করতে হবে
কেরিসাহেব কাজ করতেন
(A) সেরেস্তায়
(C) মহাফেজখানায়
(B) নীলকুঠিতে
(D) সেনাবাহিনীতে
উত্তর
উপরের প্রশ্নটি নিচের পাঠ থেকে নেওয়া হয়েছে -
ইংরেজ শাসন যখন এদেশে শুরু হল তখন যেমন প্রশাসনের জন্যে লোক এল বিলেত থেকে, তেমনি ব্যবসা-বাণিজ্য করতে বা নেহাত কপাল ফেরাতেও অনেকে এদেশে এসেছিল। আর এসেছিল মিশনারির দল খ্রিস্টধর্ম প্রচার করতে। তেমনি এক মিশনারি উইলিয়ম কেরি ১৭৯৩তে এ দেশে এসেছিলেন সেকথা আগের অধ্যায় লেখা হয়েছে। কেরি সাহেব জীবিকার জন্যে এক সময়ে মালদহের মদনাবাটির নীলকুঠিতে কাজ করতেন। তাঁর মনিব জর্জ উডনি ছিলেন কেরি সাহেবের গুণগ্রাহী।
অর্থাৎ কেরিসাহেব নীলকুঠিতে কাজ করতেন
সর্বশেষ উত্তর
সঠিক বিকল্প হলো (B) নীলকুঠিতে
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
‘পাখি’ শব্দটি একটি (A) তৎসম শব্দ (B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ (D) বিদেশি শব্দ।
https://brainly.in/question/47756397
2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়
https://brainly.in/question/44975061