7. পৃথিবীতে অনেকেই অর্থোপার্জন করেন, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার (how to use it
properly) জানেন না। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করিয়াছিলেন, তাহার যথার্থ সদ্ব্যবহার (a good use)
করিয়া গিয়াছেন। তিনি মনে করিতেন তাহার উপার্জিত অর্থে দেশের সাধারণের অংশ আছে। তিনি গােপনে দান
করিতে ভালবাসিতেন। এই দানকার্যের জন্য যদি কেহ তাহাকে প্রশংসা করিত তাহা হইলে তিনি লজ্জিত ও
দুঃখিত হইতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। কাহাকেও কিছু দিতে পারিলে তিনি আপনাকে
ধন্য মনে করিতেন।
Answers
Answered by
0
Answer:
7. পৃথিবীতে অনেকেই অর্থোপার্জন করেন, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার (how to use it
properly) জানেন না। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করিয়াছিলেন, তাহার যথার্থ সদ্ব্যবহার (a good use)
করিয়া গিয়াছেন। তিনি মনে করিতেন তাহার উপার্জিত অর্থে দেশের সাধারণের অংশ আছে। তিনি গােপনে দান
করিতে ভালবাসিতেন। এই দানকার্যের জন্য যদি কেহ তাহাকে প্রশংসা করিত তাহা হইলে তিনি লজ্জিত ও
দুঃখিত হইতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। কাহাকেও কিছু দিতে পারিলে তিনি আপনাকে
ধন্য মনে করিতেন।
Similar questions