Math, asked by dipacksarkar100, 7 months ago

ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে

Answers

Answered by Anonymous
17

প্রদত্ত,

প্রদত্ত ট্রেনের গতিবেগ = 72 km/hour = 72000m/3600sec

প্রদত্ত সেতুর দৈর্ঘ্য = 110 metre

প্রদত্ত ট্রেনের দৈর্ঘ্য = 90 metre

নির্ণেয়,

সেতুকে অতিক্রম করার সময়।

সমাধান,

প্রদত্ত ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে সেতুটিকে পুরোপুরিভাবে অতিক্রম করতে পারবে।

অতিক্রম করার মোট দৈর্ঘ্য = সেতুর দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য = (110+90) = 200 metre

এখন,

ট্রেনটি 72000 মিটার অতিক্রম করে = 3600 সেকেন্ডে

ট্রেনটি 1 মিটার অতিক্রম করে = 3600/72000 সেকেন্ডে

ট্রেনটি 200 মিটার অতিক্রম করে = 3600 x 200/72000 = 10 সেকেন্ডে

অতএব,ট্রেনটি 10 সেকেন্ডে প্রদত্ত সেতুটিকে অতিক্রম করবে।

Similar questions