Math, asked by dipacksarkar100, 10 months ago

ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে

Answers

Answered by Anonymous
17

প্রদত্ত,

প্রদত্ত ট্রেনের গতিবেগ = 72 km/hour = 72000m/3600sec

প্রদত্ত সেতুর দৈর্ঘ্য = 110 metre

প্রদত্ত ট্রেনের দৈর্ঘ্য = 90 metre

নির্ণেয়,

সেতুকে অতিক্রম করার সময়।

সমাধান,

প্রদত্ত ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে সেতুটিকে পুরোপুরিভাবে অতিক্রম করতে পারবে।

অতিক্রম করার মোট দৈর্ঘ্য = সেতুর দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য = (110+90) = 200 metre

এখন,

ট্রেনটি 72000 মিটার অতিক্রম করে = 3600 সেকেন্ডে

ট্রেনটি 1 মিটার অতিক্রম করে = 3600/72000 সেকেন্ডে

ট্রেনটি 200 মিটার অতিক্রম করে = 3600 x 200/72000 = 10 সেকেন্ডে

অতএব,ট্রেনটি 10 সেকেন্ডে প্রদত্ত সেতুটিকে অতিক্রম করবে।

Similar questions