Math, asked by lishu2172, 9 months ago

75 লিটার কেরোসিন তেল ও 25লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভরতী করে রাখবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় ,কম পক্ষে কত গুলি টিনে করা যাবে?

Answers

Answered by Swarup1998
25

দেওয়া আছে:

75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করতে হবে যে দুই প্রকার তেল মিশে যাবে না।

বের করতে হবে:

• কমপক্ষে কতগুলি টিনে এমন করা যাবে?

• প্রতি টিনে কত লিটার তেল রাখা যাবে?

সমাধান:

সমস্যাটি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে 75 ও 25 -এর গ. সা. গু. নির্ণয় করতে হবে:

5 | 75, 25

------------

5 | 15, 5

------------

3, 1

∴ নির্ণেয় গ. সা. গু. = 5 × 5 = 25

∴ সমান মাপের 25টি টিন দরকার।

প্রতি টিনে রাখা তেলের পরিমাণ নির্ণয় করতে হলে তেলের মোট পরিমাণকে টিন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।

• মোট তেল = 75 + 25 লিটার = 100 লিটার

• মোট টিন সংখ্যা = 25

∴ প্রতি টিনে (100 ÷ 25) লিটার = 4 লিটার তেল রাখা যাবে।

পঞ্চম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন:

  • দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু কত?

- https://brainly.in/question/15693166

  • ৯৬৭ সংখ্যা টি ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত?

- https://brainly.in/question/15612952

Answered by Dɪʏᴀ4Rᴀᴋʜɪ
13

 \huge \red {SOLUTION}

75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার

পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে রাখতে হবে যাতে দু প্রকার তেল না মিশে যায়। অতএব এরকম মোট 4টি টিন [3 টি কেরোসিন তেল এর জন্য এবং 1 টি পেট্রোল এর জন্য] প্রয়োজন। প্রতি টিন এ 25 লিটার করে তেল থাকবে।

Step 1:

প্রদত্ত 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল।

Step2:

ওই পরিমাণ দু ধারণের তেল কে সমান মাপের পাত্রে এমন ভাবে রাখতে হবে যাতে নূন্যতম পাত্র প্রয়োজন হয়। প্রতি টিনে কত লিটার তেল থাকবে তা নির্ণয় করতে হলে

এক্ষেত্রে 75 লিটার ও 25 লিটার এর গ. সা. গু. নির্ণয় করতে হবে।

Step 3:

75 ও 25 এর গ. সা. গু. =25

Step 4:

25 লিটার প্রতি টিন এ তেল থাকলে

75 লিটার কেরোসিন তেল এর জন্য টিন লাগবে 75/25=3

এবং 25 লিটার পেট্রোল এর জন্য টিন লাগবে 25/25=1 টি

অতএব মোট টিনের সংখ্যা =3+1=4

 \huge \red {ANSWER}

=>4

HOPE SO IT IS HELPFUL..❣️✌️..

Similar questions