75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু'প্রকার তেল মিশে না যায় । কমপক্ষে কত গুলি চিন্তা করা যাবে ? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?
Answers
Answered by
3
Answer:
75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার
পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে রাখতে হবে যাতে দু প্রকার তেল না মিশে যায়। অতএব এরকম মোট 4টি টিন [3 টি কেরোসিন তেল এর জন্য এবং 1 টি পেট্রোল এর জন্য] প্রয়োজন। প্রতি টিন এ 25 লিটার করে তেল থাকবে।
Step 1:
প্রদত্ত 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল।
Step2:
ওই পরিমাণ দু ধারণের তেল কে সমান মাপের পাত্রে এমন ভাবে রাখতে হবে যাতে নূন্যতম পাত্র প্রয়োজন হয়। প্রতি টিনে কত লিটার তেল থাকবে তা নির্ণয় করতে হলে
এক্ষেত্রে 75 লিটার ও 25 লিটার এর গ. সা. গু. নির্ণয় করতে হবে।
Step 3:
75 ও 25 এর গ. সা. গু. =25
Step 4:
25 লিটার প্রতি টিন এ তেল থাকলে
75 লিটার কেরোসিন তেল এর জন্য টিন লাগবে 75/25=3
এবং 25 লিটার পেট্রোল এর জন্য টিন লাগবে 25/25=1 টি
অতএব মোট টিনের সংখ্যা =3+1=4
Answered by
0
Answer:
Step-by-step explanation:
Similar questions