Environmental Sciences, asked by paromita292001, 5 hours ago

| | 8 একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করে তা লেখো।​

Answers

Answered by jm03041983
24

Answer:

একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে যত ধরনের মাছ আছে তারা মারা যাবে।

প্রথমত ছোট মাছগুলো মারা যাবে তারপর বড় শ্রেণীর মাছগুলো মারা যাবে । সেই মাছগুলো যেসব প্রাণী খাবে তারাও মারা যেতে পারে যেমন হাঁস বা পান কৌটি বা সাপ ইত্যাদি । সেই পুকুরের জল যদি মানুষ ব্যবহার করে তাহলে মানুষের ক্ষতি হতে পারে । রোগা গ্রস্থ হতে পারে এবং মানুষ মারাও যেতে পারে ।

Similar questions