80 টি শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা লেখ- দুর্গাপুজোর কয়েকটি দিন।
উল্টোপাল্টা উত্তর রিপোর্ট করা হবে
এটা বাংলা ভাষা কেউ এটাকে নিয়ে উল্টোপাল্টা উত্তর দেবেনা
Bengali language don't give a irrelevant answers
no googling
Answers
Answered by
0
Explanation:
দুর্গাপুজো আমাদের বাঙালির মহাউৎসব। বড়ো থেকে ছোটো সবাই এই উৎসবে সামিল হয়। দুর্গাপুজোর পাঁচটি দিন অর্থাৎ ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী, নবমী ,দশমী এই দিনে মানুষ সব ঝামেলার অবসান করে এক হয়। ষষ্ঠী তে মায়ের বোধন দিয়ে পুজো আরম্ভ হয়। সপ্তমীতে অবগাহন হয়। তার পর হয় মহাষ্টমী, এই দিন ছোটো থেকে বড়ো সবাই নতুন জামা পড়ে অঞ্জলি দেয়, সন্ধি পূজা হয়। সবাই পরিবার ও বন্ধুবান্ধব এর সাথে ঠাকুর দেখতে বেরোয়।নবমীর দিন ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হয়,এবং সাধারণ মানুষের মধ্যে তা বিতরন করা হয়। এর পরেই আসে সেই মন ভারাক্রান্তের দিন, দশমীর দিন সিঁদুর খেলা,মাকে বরণ করা ইত্যাদি উৎসব হয়, তারপর বিকাল বেলা মাকে বিসর্জন দেওয়া হয় আর বলা হয় __"আসছে বছর আবার হবে"।
Similar questions