82. দু’চোখ এর মাঝখানে অবস্থিত সাইনাস কোনটি?
(a) ফ্রন্টাল সাইনাস
(b) এথময়েড সাইনাস
(c) ম্যাক্সিলারি সাইনাস
(d) স্ফেনয়েড সাইনাস
*গার সঙ্গে
Answers
Answered by
0
এথময়েড সাইনাস দুই চোখের মাঝখানে অবস্থিত।
- আমাদের দেহের বিভিন্ন রকমের সাইনাস গ্রন্থী রয়েছে, যার অবস্থান আমাদের দেহের বিভিন্ন স্থানে (বিশেষত মস্তক অঞ্চলে)।
- এর মধ্যে এথময়েড সাইনাস নাকের উপরদিকে, দুইচোখের মাঝখানে অবস্থিত থাকে।
- দুই চোখের মাঝখানে অবস্থিত সাইনাস বলার ক্ষেত্রে অনেক সময় অনেকে ফ্রন্টাল সাইনাস বলে থাকে। কিন্তু এটি সঠিক না, কারণ ফ্রন্টাল সাইনাস দুই চোখের মাছ বরাবর বেশ কিছুটা উপরে স্থানে অবস্থান করে কপালের মধ্যে।
- কিন্তু এথময়েড সাইনাসই হলে এমন এক সাইনাস যা দুই চোখের একদম বাজে বরাবর অংশে অবস্থিত।
Similar questions