Math, asked by kaderabdul9320913, 8 months ago

9. নিয়ামতচাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন ৪টি ডিম ফেটে
গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, নিয়ামতচাচার শতকরা কত লাভ ৰ
ক্ষতি হবে হিসাব করে লিখি।
কান​

Answers

Answered by TheFairyTale
15

Answer:

নিয়ামতচাচার শতকরা লাভ = 8 টাকা ।

━━━━━━━━━━━━━━━━━

Given :-

  • নিয়ামতচাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন।
  • ৪টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা।
  • প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছেন ।

To Find :-

  • নিয়ামতচাচার শতকরা কত লাভ বা ক্ষতি

━━━━━━━━━━━━━━━━━

Step-by-step explanation:

• 5 টাকা দরে 150টি ডিমের ক্রয়মূল‍্য = ( 150 × 5 ) টাকা = 750 টাকা।

• ৪টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা । তাই বাকি ডিমের সংখ্যা = { 150 - (8+7) } টি = 135 টি |

• 135 টি ডিমের প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে বিক্রয়মূল‍্য = ( 135 × 6 ) টাকা = 810 টাকা |

• যেহেতু, বিক্রয়মূল‍্য > ক্রয়মূল‍্য, তাই নিয়ামতচাচার লাভ হয়েছে।

• মোট লাভ = ( 810 - 750 ) টাকা = 60 টাকা |

• শতকরা লাভ,

= { (মোট লাভ × 100) / ক্রয়মূল্য }

  = \sf \:  (\dfrac{60 \times 100}{750} )

 =  \sf \: 8

━━━━━━━━━━━━━━━━━

.°. নিয়ামতচাচার শতকরা লাভ = 8 টাকা ।

Answered by rabia2005
62

\large\underline\color{pink}{দেওয়া\:আছে:}

✒ নিয়ামতচাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন।

৪টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা।

প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছেন ।

\large\underline\color{pink}{দেখাতে\:হবে:}

✒ নিয়ামতচাচার শতকরা কত লাভ বা ক্ষতি

\large\underline\color{pink}{সমাধান:}

• 5 টাকা দরে 150টি ডিমের ক্রয়মূল‍্য = ( 150 × 5 ) টাকা = 750 টাকা।

• ৪টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা । তাই বাকি ডিমের সংখ্যা = { 150 - (8+7) } টি = 135 টি |

• 135 টি ডিমের প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে বিক্রয়মূল‍্য = ( 135 × 6 ) টাকা = 810 টাকা |

• যেহেতু, বিক্রয়মূল‍্য > ক্রয়মূল‍্য, তাই নিয়ামতচাচার লাভ হয়েছে।

• মোট লাভ = ( 810 - 750 ) টাকা = 60 টাকা |

• শতকরা লাভ,

= { (মোট লাভ × 100) / ক্রয়মূল্য }

=\sf \: (\dfrac{60 \times 100}{750}) টাকা

= \sf{8} টাকা

.°. নিয়ামতচাচার শতকরা লাভ = 8 টাকা ।

Similar questions