Physics, asked by debasaha6974, 8 months ago

9, দুটি ছােটো পারদবিন্দু (প্রতিটির ব্যাসার্ধ = R) মিলিত হয়ে একটি বড়াে
বিন্দুতে পরিণত হল | পরিবর্তনের আগে ও পরে তাদের পৃষ্ঠশক্তির অনুপাত
||
নির্ণয় করাে | পারদের পৃষ্ঠটান = T |
[23:1]

Answers

Answered by wimibi2
1

Answer:

9, দুটি ছােটো পারদবিন্দু (প্রতিটির ব্যাসার্ধ = R) মিলিত হয়ে একটি বড়াে

বিন্দুতে পরিণত হল | পরিবর্তনের আগে ও পরে তাদের পৃষ্ঠশক্তির অনুপাত

||

নির্ণয় করাে | পারদের পৃষ্ঠটান = T |

[23:1]

যেখানে মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে, একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকত। সে তখনো বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলত, ‘যাসনে! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে!’ তা শুনে তার ভয় হত, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হল, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এল।

Similar questions