9000 টাকা তিন বন্ধুর এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দিতীয় বন্ধু তার দ্বিগুন পায় এবং তৃতীয় বন্ধু প্রথধ দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অধেক পায়।কে কতো টাকা পায়?
Answers
Answered by
14
প্রদত্ত,
মোট টাকার পরিমাণ = 9000 টাকা
প্রথম বন্ধু × 2 = দ্বিতীয় বন্ধু
(প্রথম বন্ধু + দ্বিতীয় বন্ধু)/2 = তৃতীয় বন্ধু
নির্ণেয়,
তিন বন্ধুর প্রত্যেকের প্রাপ্য টাকার পরিমাণ।
সমাধান,
ধরি, প্রথম বন্ধু পায় = x টাকা
(এখানে,x হল একটি চলরাশি যা ধরা হয়েছে পরবর্তী গাণিতিক কার্যে সুবিধার জন্য।)
দ্বিতীয় বন্ধু পায় = 2x টাকা
তৃতীয় বন্ধু পায় = (x+2x)/2 = 3x/2 টাকা
মোট টাকা = x + 2x + 3x/2 = 3x + 3x/2 = 9x/2 টাকা
এখন,
9x/2 = 9000
9x = 18000
x = 2000
প্রথম বন্ধু পায় = 2000 টাকা
দ্বিতীয় বন্ধু পায় = 2000 x 2 = 4000 টাকা
তৃতীয় বন্ধু পায় = (2000+4000)/2 = 6000/2 = 3000 টাকা
অতএব,তিন বন্ধুর প্রাপ্য টাকা যথাক্রমে 2000টাকা, 4000টাকা এবং 3000টাকা।
Similar questions
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
Science,
4 months ago
Environmental Sciences,
8 months ago
Hindi,
11 months ago
Hindi,
11 months ago
Hindi,
11 months ago