Math, asked by shantanupmgd2018, 1 year ago

98. কোনাে ঘড়িতে 4 টার ঘণ্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে।ওই ঘড়িতে ৪ টার ঘণ্টা বাজতে কত সময় লাগবে?| (A) 6 সেকেন্ড(B) 9 সেকেন্ড(C) 12 সেকেন্ড(D) ৩ সেকেন্ড​

Answers

Answered by Swarup1998
6

দেওয়া আছে :

  • কোনাে ঘড়িতে 4 টার ঘণ্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে।

নির্ণয় করতে হবে :

  • ওই ঘড়িতে ৪ টার ঘণ্টা বাজতে কত সময় লাগবে?

সমাধান :

  • কোনো ঘড়িতে যখন 4 টা বাজবে, তখন ঘড়ির 12 দাগে শূন্য সেকেন্ড সময়ে প্রথম ঢং-ঢং শব্দ শোনা যাবে।

  • অর্থাৎ অবশিষ্ট (4 - 1) টি = 3 টি ঘন্টা বাজতে ঘড়িটি 4 সেকেন্ড সময় নেবে।

  • অতএব 1 টি ঘন্টা বাজতে ঘড়িটি সময় নেবে (4 / 3) সেকেন্ড।

  • 8 টা বাজতে গেলে ঘড়িটি প্রথমে শূন্য সেকেন্ড সময়ে প্রথমবার ঢং-ঢং শব্দ করবে।

  • অতএব অবশিষ্ট (8 - 1) টি = 7 টি ঘন্টা বাজতে ঘড়িটি সময় নেবে
  • = (7 × 4/3) সেকেন্ড
  • = 28/3 সেকেন্ড
  • = 9 1/3 সেকেন্ড
  • 9 সেকেন্ড

উত্তর :

  • (B) 9 সেকেন্ড
Similar questions