(ক) নীচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলো (a) 012 (b) 102 (c) 01 (d) 10
Answers
Answer:
Answer = 10 ..
good morning...
please mark as brainlist
please drop some thanks
have a great day ahead...
প্রদত্ত : প্রদত্ত চারটি সংখ্যা হল = 012, 102, 01, 10
নির্ণেয় : তিন অঙ্কের সংখ্যাটিকে চিহ্নিত করতে হবে।
সমাধান :
আমরা নিম্নলিখিত উপায়ে সহজেই প্রদত্ত গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি।
এই ক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে, যখন কোন সংখ্যার প্রথম অঙ্কটি (বা,অঙ্কগুলি) শূন্য হয় তখন ঐ শূন্য (বা,শূন্যগুলির) কোন সাংখ্যমান থাকে না। তখন শুরুর ওই শূন্য (বা,শূন্যগুলি) বাদ দিয়ে বাকি সংখ্যাটি মান্যতা পায়।
তাই,
012 = 12 এবং 01 = 1
(দুইটি সংখ্যার ক্ষেত্রে শুরুর শূন্যগুলি বাদ গেছে)
তাই
012 = 12 = দুই অঙ্কের সংখ্যা
01 = 1 = এক অঙ্কের সংখ্যা
আবার,স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি,
102 = তিন অঙ্কের সংখ্যা
10 = দুই অঙ্কের সংখ্যা
অর্থাৎ, 102 হল একমাত্র তিন অঙ্কের সংখ্যা,বাকি সংখ্যাগুলির কোনোটিই তিন অঙ্কের সংখ্যা নয়।
সুতরাং, 102 হল তিন অঙ্কের সংখ্যা।