A. এককথায় উত্তর দাও : 1.5 দশায় কী সংশ্লেষণ ঘটে? 2. DNA-র পুরো নাম কী? 3. RNA-র পুরো নাম কী? 4. জিন কোথায় থাকে? 5x কোথায় RNA জিনরূপে কাজ করে? 6. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 7. পুরুষের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়। ৪. ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কী বলে? ৪. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? 10. স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কী বলে? 11. DNA-র নাইট্রোজেন বেস দুটি কী কী? 12. প্রাণীকোশের কোন্ অঙ্গাণু কোশ বিভাজনকালে বেম গঠন করে? 13. কোন কোশ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে? 14 কোথায় অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়? 15. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশ বিভাজন দেখা যায়? 16. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয় কোন প্রকার কোশ বিভাজনে? 17. ক্রোমোজোমের ক্রোমাটিনদ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? 18. কোেশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? 19. কোন্ অঙ্গাণু উদ্ভিদ কোশের কোশ বিভাজনকালে বেম গঠন করে?x
20. পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে? 21. অযৌন জননের একক কী? 22. যৌন জননের একক কী? 23. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও— প্রবেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: । 24. কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়?
25. কোন্ প্রাণীর পুনরুৎপাদন ঘটে? 26. কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? 27. খর্ব ধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন্ উদ্ভিদের? 28. জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। 29. কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়? 30. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – রেণুমাতৃকোশ।
মাইটোসিস : ভ্ৰূণমূল
Answers
Answered by
1
Answer:
২.DNA এর পুরো নাম ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড
৩.RNA এর পুরো নাম রাইবো নিউক্লিক এসিড
plz mark as brainliest to go virtuoso level.
Answered by
2
1. S দশায় DNA সংশ্লেষণ ঘটে ।
2. ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ।
3. রাইবোনিউক্লিক অ্যাসিড ।
4. জিন ডিএনএ তে থাকে ।
5. ভাইরাসে RNA জীব হিসেবে কাজ করে।
6.মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 টি
7.পুরুষের সেক্স ক্রোমোজোম XY দ্বারা প্রকাশ করা হয় ।
Similar questions
India Languages,
9 days ago
Chinese,
9 days ago
Computer Science,
18 days ago
Hindi,
18 days ago
Physics,
9 months ago
Social Sciences,
9 months ago