সপ্তম শ্রেণি
র প্রশ্নগুলির উত্তর দাও :
১. অনুপাত বলতে দুটি
রাশির তুলনা বােঝায়।
নেই।
২. অনুপাতে কোনাে
৩.
a৮-এতে নিধান
৪. যদি a: b =2:3 এবং b :c = 2:3 হয়, তবে a: bc = কত
৫.
9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলাে যাে
এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মােট টাকার অর্ধেক পায়। কে
Answers
Answered by
95
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
- ১। অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়।
- ২। অনুপাতে কোনো একক নেই।
- ৩। aᵇ -এতে নিধান a ।
৪। এখানে, a : b = 2 : 3
অথবা, a : b = (2 × 2) : (3 × 2)
অথবা, a : b = 4 : 6
এবং b : c = 2 : 3
অথবা, b : c = (2 × 3) : (3 × 3)
অথবা, b : c = 6 : 9
অতএব, a : b : c = 4 : 6 : 9 ।
৫। মনেকরি, প্রথম বন্ধু পায় x টাকা।
∴ দ্বিতীয় বন্ধু পাবে = 2x টাকা
ও তৃতীয় বন্ধু পাবে = (x + 2x)/2 টাকা = 3x/2 টাকা
প্রশ্নানুসারে,
x + 2x + 3x/2 = 9000
অথবা, 3x + 3x/2 = 9000
অথবা, (6x + 3x)/2 = 9000
অথবা, 9x = 2 × 9000
অথবা, 9x = 18000
অথবা, x = 18000/9
অথবা, x = 2000
∴ প্রথম বন্ধু পায় 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় (2 × 2000) টাকা = 4000 টাকা এবং তৃতীয় বন্ধু পায় (3 × 2000)/2 টাকা = 3000 টাকা।
Answered by
9
Answer:
অনুপাত বলতে দুটি রাশির তুলনা বোঝায়
Similar questions