Math, asked by sanatanmandal021, 10 months ago

সপ্তম শ্রেণি
র প্রশ্নগুলির উত্তর দাও :
১. অনুপাত বলতে দুটি
রাশির তুলনা বােঝায়।
নেই।
২. অনুপাতে কোনাে
৩.
a৮-এতে নিধান
৪. যদি a: b =2:3 এবং b :c = 2:3 হয়, তবে a: bc = কত
৫.
9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলাে যাে
এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মােট টাকার অর্ধেক পায়। কে​

Answers

Answered by Swarup1998
95

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণী

  • অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়।

  • অনুপাতে কোনো একক নেই।

  • aᵇ -এতে নিধান a

এখানে, a : b = 2 : 3

অথবা, a : b = (2 × 2) : (3 × 2)

অথবা, a : b = 4 : 6

এবং b : c = 2 : 3

অথবা, b : c = (2 × 3) : (3 × 3)

অথবা, b : c = 6 : 9

অতএব, a : b : c = 4 : 6 : 9

মনেকরি, প্রথম বন্ধু পায় x টাকা।

∴ দ্বিতীয় বন্ধু পাবে = 2x টাকা

ও তৃতীয় বন্ধু পাবে = (x + 2x)/2 টাকা = 3x/2 টাকা

প্রশ্নানুসারে,

x + 2x + 3x/2 = 9000

অথবা, 3x + 3x/2 = 9000

অথবা, (6x + 3x)/2 = 9000

অথবা, 9x = 2 × 9000

অথবা, 9x = 18000

অথবা, x = 18000/9

অথবা, x = 2000

∴ প্রথম বন্ধু পায় 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় (2 × 2000) টাকা = 4000 টাকা এবং তৃতীয় বন্ধু পায় (3 × 2000)/2 টাকা = 3000 টাকা।

Answered by subhodeepdas838
9

Answer:

অনুপাত বলতে দুটি রাশির তুলনা বোঝায়

Similar questions