Geography, asked by ppritambiswas, 11 months ago

গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়?
(A) 23 সেপ্টেম্বর
(B) 21 জুন।
(C) 21 মার্চ
(D) 22 ডিসেম্বর​

Answers

Answered by vidhit01
0

Answer:

的:乙:…:小还是…:一丶丶丶!,最好的…

Answered by Anonymous
1

গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় 21শে জুন তারিখে। (বিকল্প B)

- গ্রীষ্মকালীন সৌরস্থিতি হল গ্রীষ্মকালের সূচনাকাল এবং এই সৌরস্থিতি মূলত প্রতিবছর 21শে জুন তারিখে হয়ে থাকে।

- এই দিনে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পতিত হয়।

- এই দিনের পর থেকেই দিনের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকে।

- এই দিনের পর থেকেই গ্রীষ্মকাল তার নিজস্ব দাপট দেখাতে শুরু করে।

- প্রসঙ্গত উল্লেখ্য যে,এই দিনটি বছরের সবথেকে লম্বা দিন।

Similar questions