নীচের যে শর্করাটি মানবদেহে শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে,সেটি হল ―
A)ফ্রুকটোজ B)সুক্রোজ
C)স্টার্চ
D)সেলুলোজ
Answers
Answered by
0
Answer:
A)ফ্রুকটোজ
ફર્ક્ટોઝ એ એક સરળ ખાંડ છે જે ફળોમાં જોવા મળે છે, અને ગેલેક્ટોઝ એ એક સરળ ખાંડ છે જે દૂધમાં જોવા મળે છે.
Explanation:
HOPE THIS HELPS PLEASE MARK AS BRAINLIEST.
Answered by
0
Answer:
D)সেলুলোজ
Explanation:
খাদ্যতন্তু:-
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উচ্ছেচকের সাহায্যে পাচিত হয় অবাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয় তাদের খাদ্যতন্তু(Rouphage) বলে ৷
যেমন-
সেলুলোজ,হেমিসেলুলোজ,লেগনিন,পেকটিন
খাদ্যতন্ত হিসেবে সেলুলোজ এর ভূমিকা :-
- সেলুলোজ জলের পরিমাণ বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ৷
- সেলুলোজ পৌষ্টিকনালীর ক্রমসংকোচোনে সাহায্য করে ফলে মল নির্গমন সহজ হয় ৷
উপরের 1 নং দাগ থেকে স্পষ্ট যে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ৷
খাদ্যতন্তুর বৈশিষ্ট্য :-
- খাদ্যতন্তু খাদ্যনালীতে কোনোভাবেই হজম করা যায় না ৷
- খাদ্যদন্তু জলে গুলোও দিতে পারে আবার নাও যেতে পারে ৷
- খাদ্যতদন্ত মানুষের দেহে ভেঙে শক্তি উৎপন্ন করে না ৷ যেহেতু এটি খাদ্যনালীতে হজম হয় না ৷
এখানে 3 নং দাগ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি মানুষের দেহে ভেঙে শক্তি উৎপন্ন করে না ৷
দয়া করে আমাকে Brianliest হিসেবে চিহ্নিত করুন ৷
যদি আপনি আমার উত্তরে সন্তুষ্ট হয়ে থাকেন ৷
Similar questions