A ও B
মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 1.8*10⁸ ms^-1 এবং 2.4*10⁸ ms^-1। এক্ষেত্রে সংকট কোণ কত হবে তা নির্ণয় কর।
Answers
Answered by
0
Answer:
সংকট কোণ = 48.6°
Explanation:
আমরা জানি,
একজোড়া নির্দিষ্ট মাধ্যমে ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে প্রতিসরণাঙ্ক বলে।
ধরি,
a মাধ্যমের প্রতিসরণাঙ্ক
b মাধ্যমের প্রতিসরণাঙ্ক
তাহলে a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক
যেখানে i ও r যথাক্রমে আপতন ও প্রতিসরণ কোণ ও
যথাক্রমে a ও b মাধ্যমে আলোর বেগ।
আবার,
আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয় তাকে সংকট কোণ বলে।
তাহলে, এক্ষেত্রে r = 90°.
সুতরাং, sinr = sin90° = 1
ধরি, সংকট কোণ,
তাহলে, সংকট কোণের জন্য আমরা পাই,
সুতরাং,
সংকট কোণ 48.6°
Similar questions