Science, asked by hossain6197, 6 months ago

চিত্র-A
চিত্র-B
(ক) মানুষের বৈজ্ঞানিক নাম লিখ।
(খ) দ্বিপদ নামকরণ বলতে কি বুঝ?
(গ) চিত্র - A কোন পর্বের প্রাণী তা ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র - B পর্বের প্রাণীর উদাহরণসহ সাধারণ বৈশিষ্ট্যগুলাে আলােচনা

কর।​

Answers

Answered by ssuperstar337
0

Answer:

Homo sapiens is manusher boigganik name

Answered by joelpereira
1

Answer:

Explanation:দ্বিপদী নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।

পরিচ্ছেদসমূহ

১ দ্বিপদ নামকরণ নীতি[১]

২ কিছু উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম

৩ বহিঃসংযোগ

৪ তথ্যসূত্র

দ্বিপদ নামকরণ নীতি[১]

ক্যারোলাস লিনিয়াস (১৭০৭–১৭৭৮), যিনি জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।

নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।

বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ(Genus) নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির(Species) নাম।

জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।

বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে,বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।

বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।

হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে।

যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।

যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম সনসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে।

কিছু উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম

ক্রমিক সাধারণ নাম বৈজ্ঞানিক নাম

১ গোলআলু Solanum tuberosum

২ পেঁয়াজ Allium cepa

৩ ধান Oryza sativa

৪ জবা Hibiscus rosa-sinensis

৫ পাট Corchorus capsularis

৬ আম Mangifera indica

৭ কাঁঠাল Artocarpus heterophyllus

৮ শাপলা Nymphaea nouchali

৯ রুই মাছ Labeo rohita

১০ কাতলা Catla catla

১১ সিংহ Panthera leo

১২ রয়েল বেঙ্গল টাইগার Panthera tigris

১৩ ম্যালেরিয়া জীবাণু Plasmodium vivax

১৪ আরশোলা Periplaneta americana

১৫ মৌমাছি Apis indica

১৬ ইলিশ Tenualosa ilisha

১৭ কুনোব্যাঙ Bufo/Duttaphrynus melanostictus

১৮ দোয়েল Copsychus saularis

১৯ মানুষ Homo sapiens

২০ কলেরা জীবাণু Vibrio cholerae

২১ গম Triticum aestivum

২২ ভুট্টা Zea mays

২৩ মসুর Lens culinaris

২৪ ছোলা Cicer arietinum

২৫. মোটর Pisum sativum

২৬ সোনামুগ Vigna radiate

২৭ মাসকলাই Vigna mungo

২৮ খেসারী Lathyrus sativus

২৯ সয়াবিন Glycine max

৩০ তিল Sesamum indicum

৩১ পেঁপে Carica papaya

৩২ লিচু Litchi sinensis

৩৩ রজনীগন্ধা Polianghes tuberosa

৩৪ ঘড়িয়াল Gavialias Gengcticus

Similar questions