সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন-(a) যােগেন্দ্রনাথ
মণ্ডল (b) আম্বেদকর (c) গান্ধিজী (d) প্রমথরঞ্জন ঠাকুর।
Answers
Answered by
2
D) Pramathranjan Thakur
Answered by
0
•সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন- (b) আম্বেদকর
ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠাতা এই বি আর আম্বেদকর মহাশয় নিপীড়িত শ্রেণীর মানুষের জন্য অনেক কিছু করেছেন। তিনি প্রথম অনুভব করেন নিপীড়িত শ্রেণীর মানুষ জনের জন্য আলাদা এক কংগ্রেসের প্রতিষ্ঠা অত্যন্ত আবশ্যক। তাই তিনি প্রথম সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। যার নিপীড়িত শ্রেণীর মানুষদের কংগ্রেসে যোগদানের ক্ষেত্রে অনেক উৎসাহিত করেছিল। এবং এই কংগ্রেস প্রতিষ্ঠার পর নিপীড়িত শ্রেণীর মানুষজনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের মানসিকতা চোখে পড়ে।
Similar questions