History, asked by roy031875, 5 months ago

।। ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন-
A রামমােহন রায়
B) দেবেন্দ্রনাথ ঠাক
C) কেশবচন্দ্র সেন
D) ডিরােজিও​

Answers

Answered by pujamandal55
2

Answer:

B.দেবেন্দ্রনাথ ঠাকুর

Answered by RitaNarine
0

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত ভারতীয় মিরর সংবাদপত্র।

বিকল্পটি (B) প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর।

  • ইন্ডিয়ান মিরর কলকাতা, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছিল। 1862 সালে দেবেন্দ্র নাথ ঠাকুর দ্বারা শুরু করা সংবাদপত্রটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এর মালিক ছিলেন কেশব চন্দ্র সেন, এবং পত্রিকাটির অন্যতম সম্পাদক ছিলেন মনমোহন ঘোষ।
  • 1862 সালের প্রথম দিকে, ইন্ডিয়া মিরর কলকাতায় দেবেন্দ্র নাথ ঠাকুর দ্বারা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। 1848 সালে দেবেন্দ্র নাথ ঠাকুরও ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন।
  • 1861 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন? দ্রষ্টব্য: 1861 সালে, ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কলকাতা থেকে মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা সম্পাদনা ও প্রকাশিত হয়েছিল।
  • ইন্ডিয়ান মিরর কলকাতা, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছিল। 1862 সালে দেবেন্দ্র নাথ ঠাকুর দ্বারা শুরু করা সংবাদপত্রটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এর মালিক ছিলেন কেশব চন্দ্র সেন, এবং পত্রিকাটির অন্যতম সম্পাদক ছিলেন মনমোহন ঘোষ। পরে প্রতাপ মজুমদার পত্রিকাটি সংকলন ও সম্পাদনা করেন।

অতএব, বিকল্প (B) প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর।

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত ভারতীয় মিরর সংবাদপত্র।

#SPJ2

Similar questions