History, asked by sanghitabanerjee034, 6 months ago

চিলিয়ানওয়ালার যুদ্ধ হয়েছিল যে দুই পক্ষের মধ্যে
তারা হল-
(a) ইঙ্গ-মারাঠা
(b) ইঙ্গ-শিখ
(c) ইঙ্গ-মহীশূর (d) ইঙ্গ-ব্ৰত্ম
বাংলার দ্বৈতশাসনের অবসান ঘটে।
(a) 1772 খ্রিস্টাব্দে
(b) 1782 খ্রিস্টাব্দে
(c) 1792 খ্রিস্টাব্দে
(d) 1802 খ্রিস্টাব্দে​

Answers

Answered by tushargupta0691
0

Answer:

চিলিয়ানওয়ালার যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে

তারা হলেন- (খ) আং-শিখ

বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে (ক) ১৭৭২ খ্রিস্টাব্দে

Explanation:

  • 1849 সালের জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের চিলিয়ানওয়ালায় (মান্ডি বাহাউদ্দিন) দ্বিতীয় অ্যাংলো-শিখ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটি এখন আধুনিক পাকিস্তানের একটি অংশ। তারা ব্রিটিশদের উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চল জয় ও সংযুক্ত করে।
  • 1772 সালে, ওয়ারেন হেস্টিংস বাংলাকে ব্রিটিশদের পরোক্ষ শাসন থেকে সরিয়ে দেন এবং দ্বৈত সরকার ব্যবস্থা বাতিল করেন। নবাবদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল পেনশনভোগী হিসেবেই গণ্য করতে থাকে।

ইংরেজরা বাংলায় প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করে। ওয়ারেন হেস্টিংস কর্তৃক রবার্ট ক্লাইভের দ্বৈত সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

#SPJ1

Similar questions