৪। ইতালির জাতীয়তাবাদের জনক কে ?
(A) রুজভেল্ট
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) ম্যাসিনি।
(D) কেহই নন
Answers
ইতালির জাতীয়তাবাদের জনক ছিলেন ম্যাৎসিনি।
আরো তথ্য:
ম্যাৎসিনির জন্ম:
1805 খ্রিস্টাব্দে তিনি ইতালির জেনোয়া প্রদেশে জন্মগ্রহণ করেন।
ম্যাৎসিনির কর্মজীবন:
প্রথম জীবনে ম্যাৎসিনি ছিলেন সুলেখক, বাগ্মী পুরুষ ,দেশপ্রেমিক।
পরে তিনি বিপ্লবী হিসেবে দেশের স্বার্থে কাজ করতে শুরু করেন।
তিনি ইতালিকে বিদেশি শাষণমুক্ত করার জন্য কার্বোনারি নামে একটি গুপ্ত সমিতিতে যোগ দেন। তার কিছুদিনের মধ্যেই তিনি এই সমিতি থেকে বেরিয়ে যান। এরপর বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অপরাধে তাকে নির্বাসিত করা হয়।
ইতালির প্রধান শত্রু অস্ট্রিয়া কে হারানোর জন্য তিনি ইতালির যুব শক্তিকে ঐক্যবদ্ধ করেন।
এবং ফ্রান্সে নির্বাসিত অবস্থায় তিনি যুবকদেরকে নিয়ে নব্য ইতালি বা ইয়ং ইতালি নামে একটি যুব দল প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে তিনি এই দলের নামে একটি পত্রিকাও প্রকাশ করেন।
পরে তিনি নির্বাসন ছেড়ে ইতালিতে ফিরে আসেন এবং সর্বশক্তি দিয়ে অস্ট্রিয়ার ওপর আক্রমণ করেন। এবং এর ফলে তার নেতৃত্বে রোম ও টাস্কানি তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
তিনি যে আন্দোলন শুরু করেছিলেন প্রথমের দিকে সেই আন্দোলন সফলতা লাভ করলেও পরবর্তীতে তা ব্যর্থ হয় এবং রোম ও টাস্কানি তে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো তা বিনষ্ট হয়। এবং তিনি ব্যথিত ও হতাশগ্রস্থ হয়ে লন্ডনে চলে যান এবং বাকি জীবন সেখানেই কাটান।
তার আন্দোলন ব্যর্থ হলেও তিনি ইতালি বাসির মনের মধ্যে যে বিপ্লবের বীজ বপন করে দিয়েছিলেন তা পরবর্তীতে তাদের বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রেরণা যুগিয়েছিল।
#SPJ3