০। ৪. মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D-এর ভূমিকা উল্লেখ করাে। ভাজক কলার বৈশিষ্ট্য লেখাে
Answers
Answered by
3
মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D-এর ভূমিকা হলো নিম্নরুপ -
- ভিটামিন A-এর ভূমিকা : ভিটামিন A মানবদেহে অস্থি,দাঁত,চামড়া,মিউকাস মেমব্রেন ইত্যাদি গঠন এবং পরিচর্যার কাজের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও, অল্প আলোর চোখের দৃষ্টিকে আরও ভালো করতে ভিটামিন-A অত্যন্ত কার্যকরী।
- ভিটামিন B-এর ভূমিকা : ভিটামিন B মানবদেহের সুস্থতা বজায় রাখতে অনেকাংশে সাহায্য করে এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। মস্তিষ্ককে কার্যকরী রাখা এবং বিভিন্ন ধরনের ইনফেকশন প্রতিরোধ করা ও ভিটামিন B-এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
ভাজক কলার বৈশিষ্ট্যগুলি হল -
- এই কলার কোশগুলির মধ্যে কোন শূন্যস্থান থাকে না।
- এই কলার কোশগুলির মধ্যেকার ভ্যাকুওল অনুপস্থিত থাকে কিংবা খুবই ছোট আকারের হয়ে থাকে।
- এই কলার কোশগুলি সজীব,বিভাজনে সক্ষম,ডিপ্লয়েড এবং মিয়োটিক কোশ বিভাজন করে থাকে।
Similar questions