World Languages, asked by Ieshikaa6, 1 day ago

a) মনে এল মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়েই।

i) বক্তা কে?
ii) মাস্টার মশাইয়ের পরিচয় দাও।
iii) বক্তা মাস্টার মশাইয়ের ব্যাপারে কি লিখলেন?

Answers

Answered by santanu1977tamluk
0

Answer:

বিশিষ্ট লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোটগল্পে একটি অনামী পত্রিকার পক্ষ থেকে গল্পকথক সুকুমারের বাল্যস্মৃতি লেখার প্রস্তাব আসে। এই বাল্যস্মৃতি লেখায় বিষয় হিসাবে সুকুমারের স্কুলজীবনের অঙ্কের মাস্টার মশাই এর কথা মনে পড়ে। এবং সেই মাষ্টারমশাইকে কেন্দ্র করেই তিনি তার বাল্য স্মৃতি রচনা করেন। মাস্টার মশাই কে নিয়ে লেখা বাল্যস্মৃতি তে গল্পকথক সুকুমার তার মাস্টারমশাই যে জোর করে অংক শেখাতেন সেই প্রসঙ্গে লিখেছেন।তার মাস্টার মশাই মনে করতেন যে অংক শিখবে না তার জীবনটাই বৃথা। কথকের কাছে এটা জোরাজুরি বলে মনে হয়েছে এবং তিনি মনে করেছেন জোরাজুরিতে গাধা পঞ্চত্ব পায় অর্থাৎ মারা যায়। এই প্রসঙ্গে তিনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে মাস্টারমশাইয়ের এত তর্জন-গর্জন শাসনের ফলে তিনি অংক তো শেখেননি উপরন্তু জীবনের মতো তার অংক ভীতি রয়ে গেছে।মাস্টারমশাই সম্পর্কে এইসব অভিজ্ঞতার নানা বিবরণ সুকুমার দিয়েছিলেন এবং তার সমালোচনা করেছিলেন বাল্যস্মৃতি তে। যেখানে গল্পকথক এর লেখক সুলভ কল্পনাও মিশে গিয়েছিল।

Similar questions