Psychology, asked by samdina7404, 6 months ago

A paragraph about the Ganga river in Bengali

Answers

Answered by khushbu0812200
4

Answer:

sorry dear I don't know Bengali, I know English,hindi Spanish and French because I from UK

Answered by ssasreeja
3

Explanation:

গঙ্গা (সংস্কৃত: गङ्गा হিন্দি: गंगा সন্তালী:গাঙ আ-ধ্ব-ব: [ˈɡəŋɡaː] (এই শব্দ সম্পর্কেশুনুন)) গঙ্গা ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদীও বটে। গঙ্গার দৈর্ঘ্য ২,৫২৫ কিমি (১,৫৬৯ মা); উৎসস্থল পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে। জলপ্রবাহের ক্ষমতা অনুযায়ী গঙ্গা বিশ্বের প্রথম ২০টি নদীর একটি।[৪] গাঙ্গেয় অববাহিকার জনসংখ্যা ৪০ কোটি এবং জনঘনত্ব ১,০০০ জন/বর্গমাইল (৩৯০ /কিমি২)। এটিই বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা।[৫]

গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী। তারা এই নদীকে দেবীজ্ঞানে পূজা করেন।[৬] গঙ্গার ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম; একাধিক পূর্বতন প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী (যেমন পাটলিপুত্র,[৭] কনৌজ,[৭] কাশী, এলাহাবাদ, মুর্শিদাবাদ, মুঙ্গের ও কলকাতা) এই নদীর তীরেই অবস্থিত।

গঙ্গার বিশ্বের পাঁচটি সবচেয়ে দূষিত নদীর একটি।[৮] বারাণসীর কাছে এই নদীতে ফেসাল কলিফর্মের পরিমাণ ভারত সরকার নির্ধারিত সীমার চেয়ে একশো গুণ বেশি।[৯][১০] গঙ্গাদূষণ শুধুমাত্র গঙ্গাতীরে বসবাসকারী কয়েক কোটি ভারতীয়েরই ক্ষতি করছে না, করছে ১৪০টি মাছের প্রজাতি, ৯০টি উভচর প্রাণীর প্রজাতি ও ভারতের জাতীয় জলচর প্রাণী গাঙ্গেয় শুশুকেরও।[৮] গঙ্গাদূষণ রোধে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গৃহীত হয়েছিল। কিন্তু দূর্নীতি, প্রযুক্তিগত অদক্ষতা,[১১] সুষ্ঠ পরিবেশ পরিকল্পনার অভাব,[১২] ভারতীয় ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাস[১৩] এবং ধর্মীয় সংগঠনগুলির অসহযোগিতার কারণে[১৪] এই প্রকল্প ব্যর্থতায় পর্যবসিত হয়।[১৫][১৬][১৭] কিন্তু বর্তমানে বিজেপি সরকারের তৎপরতায় গঙ্গা নদী অনেকটাই দূষণমুক্ত হয়েছে এবং ভবিষ্যতে পুরো নদী দূষণ মুক্ত হবে, সেই আশা রাখা যায়।

Similar questions