India Languages, asked by skbalaioc, 9 months ago

a stormy night in bengali

Answers

Answered by viajaypkawle67
4

Answer:

এই সময়: সারা রাত জেগে থাকা কলকাতার ব্যস্ত জীবনের রুটিনের মধ্যেই পড়ে। তবে করোনার থাবা প্রায় দু'মাস ধরে সেই শহরটার উপর যেন ঘুমের কড়া ডোজ প্রয়োগ করেছে। দিনে তা-ও দু'একজন আলসেমি কাটাতে হাই তোলে। রাত বাড়লে আবার সেই ঘুমে কাদা।

কলকাতা বছর এগারো আগে আয়লার দাপট সহ্য করেছে দাঁতে দাঁত চেপে। তবে বুধবার উম্পুনের পর শহরটায় একটা চড়কি পাক দিয়ে বোঝা গেল সে যেন প্রবল একাকিত্বে ভুগছে। কোথায় সেই ঝড় থামলে হইহই করে ছেলেছোকরাদের বেরিয়ে আসা, হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই উপড়ে পরা গাছ রাস্তা থেকে সরিয়ে দেওয়া, আবার শখের ট্রাফিক পুলিশ সেজে দ্রুত গতিতে আসা গাড়িগুলিকে থামিয়ে পার হতে সাহায্য করা? পাশে থাকা সাহায্যের জন্য সদা প্রস্তুত সাদা পোশাকের কোনও পুলিশকর্মী। ঝড়-পরবর্তী শহরে বুধবার বেশি রাতে প্রায় আড়াই ঘণ্টা ঘোরাঘুরির পরও সেই চেনা ছবিগুলি চোখে পড়ল না আগের মতো।

Follow me

Similar questions