কোনাে ভাগ অঙ্কে ভাজক (a2 + 2a -1), ভাগফল (5a – 14) এবং ভাগশেষ (35a - 17) হলে, ভাজ্য কত হবে?
Answers
Answered by
16
প্রদত্ত,
প্রদত্ত ভাগ অঙ্কে ভাজক = (a²+2a-1)
প্রদত্ত ভাগ অঙ্কে ভাগফল = (5a-14)
প্রদত্ত ভাগ অঙ্কে ভাগশেষ = (35a-17)
নির্ণেয়,
আমাদের প্রদত্ত ভাগ অঙ্কের ভাজ্য নির্ণয় করতে হবে।
সমাধান,
এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য আমাদের ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সাধারণ গাণিতিক সূত্রটি ব্যবহার করতে হবে।
গাণিতিক সূত্রটি হলো,
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
ভাজ্য = (a²+2a-1) × (5a-14) + (35a-17) [মান বসিয়ে পাই]
ভাজ্য = (5a³+10a²-5a-14a²-28a+14+35a-17)
ভাজ্য = (5a³-4a²+2a-3)
অতএব,প্রদত্ত ভাগ অঙ্কের ভাজ্যের মান হলো (5a³-4a²+2a-3)।
Similar questions