AC-DC এর থেকে সুবিধা জনক কেন?
Answers
Explanation:
ডিসি ও এসি এর প্রত্যেকের নিজের নিজের সুবিধা আছে। সব মিলিয়ে মিশিয়ে দু একটা বলে দিচ্ছি।
প্রথমে আসি বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে। এসি বা ডিসি জেনারেটর এ যে বিদ্যুৎ উৎপাদন হয় দুটোর বৈশিষ্ট্যই বাই ডিরেকশনাল বা দ্বিমুখী অর্থাৎ এসি এর মত বা সাইন ওয়েভ এর মত। ডিসি জেনারেটর এ আমরা কমিউটেটর ব্যবহার করে ওই সাইন ওয়েভ বা এসি কে একমুখী অর্থাৎ ডিসি করি। আর এসি জেনারেটর (তথা অল্টারনেটর, বহুল প্রচলিত বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর) এ সরাসরি সংগ্রহ করা হয়। তাহলে যে রকম ভাবে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেইভাবেই তাকে ব্যবহার করাই তো যুক্তি যুক্ত।
এসি কে স্টোর বা সংরক্ষণ করা যায় না। যেকোনো ইকুইপমেন্ট এর চার্জিং একমাত্র ডিসি তেই সম্ভব। আপনি ভাবছেন হয়তো, বাড়িতে মোবাইল ল্যাপটপ তো এসি তেই চার্জ করি। কিন্তু গাঁজাখুরি বকছি না, ওই চার্জার এর কাজ টাই এসি কে ডিসি করা। (এছাড়া ভোল্টেজ এর স্টেপ ডাউন করা ইত্যাদি, এখানে আলোচনা নিষ্প্রয়োজন বলে মনে হলো।)
এসি দ্বারা তড়িৎ চুম্বকত্ব তৈরি করা যায় না। তড়িৎ চুম্বক বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ জেনারেটরের অপরিহার্য অঙ্গ। ( ফ্যারাডে বাবু তো তাই বলেছেন, যে যান্ত্রিক শক্তিকে একটা চুম্বকের পোল এর মধ্য দিয়ে চালনা করলে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়।) যাকে আমরা টেকনিক্যাল ভাষায় ফিল্ড কারেন্ট বলি। অর্থাৎ ফিল্ড কারেন্ট সর্বদা ডিসি হতে হয়। বই এ অনেক সময় পাওয়া যায় এসি ফিল্ড কন্ট্রোল। কিন্তু বেসিক্যালি যেটা করা হয় এসি ফিল্ড ভোল্টেজ কে রেকটিফায়ার দিয়ে ডিসি করে নেওয়া হয়। ওই চাল ভাজা আর মুড়ির মধ্যে পার্থক্য করার মত। অর্থাৎ ডিসি টাও দরকার।
এবার আসি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে, এসি পরিবহন বা ট্রান্সমিশন এ আমরা স্কিন ইফেক্ট, হিস্টেরিসিস লস, কোরোনা ইফেক্ট, সার্জ এফেক্ট ইত্যাদি সমস্যার সম্মুখীন হই। তবুও দেখা যায় হাই ভোল্টেজ ট্রান্সমিশন এর ক্ষেত্রে মোটামুটি ৫৫০ ভোল্ট এসি ট্রান্সমিশন অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী। কিন্তু তার বেশি ক্ষেত্রে আমরা ডিসি ট্রান্সমিশন ব্যবহার করি।
ডিস্ট্রিবিউশন টা আর বাকি থাকে কেন? এসি ডিস্ট্রিবিউশন ই ভালো বলে আমার মনে হয়। দরকার মত সিঙ্গেল ও থ্রি ফেজ কানেকশন দেওয়া যায়। এছাড়া বাড়ির বেশির ভাগ ইকুইপমেন্ট ই চালানোর জন্য এসি কারেন্ট লাগে। ( ডিসি সোর্স ইকুইমেন্ট তৈরি হলে অনেক সমস্যা তৈরি হতো। ) হারমনিকস্ এর একটা প্রব্লেম থেকে যায় যদিও। কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কারিকুরি ও নিউট্রাল আর্থিং ইত্যাদি পদ্ধতিতে সমাধান যোগ্য।
আর আপাতত মনে পড়ছে না তেমন কিছু।
যাইহোক এবার সুবিধা অসুবিধা আপনিই বিচার করুন।
ধন্যবাদ