History, asked by mannapallab2001, 1 month ago

ইলিয়ড, ওডিসি মহাকাব্য হিসেবে কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?​

ADD ANSWER
+5 PTS


Answers

Answered by nityamondal
32

Answer:

বিশ্ব সাহিত্যের অনন্য সৃষ্টি মহাকবি হোমার রচিত ইলিয়াড ও ওবিসি মহাকাব্যে ‌গ্রিকদের সাথে ট্রয় যুদ্ধের কাহিনী বিবৃত হয় । এছাড়াও এই মহাকাব্যগুলি থেকে সে সময়কার সমাজ ও রাষ্ট্র জীবনের নানা চিত্র পাওয়া যায় তাই এই কাব্য গুলিকে ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Answered by triasha27
3

Answer:

ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্‌ক্তি কবিতা আছে। যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে যার নাম হেলেন। যুদ্ধ এ গ্রীকদের সেরা বীর ছিল অ্যাকিলিস আর ট্রয় পক্ষে ছিল হেক্টর। যুদ্ধ যখন শেষ পর্যায় তখন হেক্টর অ্যাকিলিস কর্তৃক নিহত হন এবং এর মাধ্যমে মূলত ট্রয়বাসীর পরাজয় নিশ্চিত হয়। যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী ট্রয় জ্বালিয়ে দেয়।

Similar questions