English, asked by sheikhhasina872, 5 months ago

akjon desh premik nagorik er 20 ti gun​

Answers

Answered by boysuper977
10

Explanation:

ekjon desh premik nagorik er 20 ti gun

Answered by Anonymous
32

একজন দেশপ্রেমিক নাগরিকের ০ টি গুণ হলো নিম্নরুপ -

  • এক দেশপ্রেমিক নাগরিক কোন রকমের অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক নাগরিক সমাজের সম্প্রীতি ও সংহতি রক্ষা করার জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সময় মতন ভোট দান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারের সব নির্দেশ পালন করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারকে সময় মতন আয়কর প্রদান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের আইন-কানুনকে এবং সংবিধানকে মান্য করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তার দেশ ও দেশের মানুষকে ভালবাসবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক জাতীয় উন্নতির কাজে সহায়তা করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক ট্রাফিক নিয়মের পালন করবে।
  • এক দেশপ্রেমিক তার দেশের সেনাবাহিনীকে সম্মান করবে।
  • এক দেশপ্রেমিক দেশদ্রোহীতা করবে না এবং দেশদ্রোহীদের বিরোধিতা করবে।
  • এক দেশপ্রেমিক বিদেশিদের কাছে নিজের দেশকে ছোট করবে না।
  • এক দেশপ্রেমিক নিজের দেশের সংস্কার ও সংস্কৃতিকে কখনো ভুলবে না।
  • এক দেশপ্রেমিক তার দেশের জাতীয় উৎসবে অংশগ্রহণ করবে।
  • এক দেশপ্রেমিক জাতীয় বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
  • এক দেশপ্রেমিক তার স্বদেশে তৈরি পণ্য সামগ্রী ব্যবহার করার জন্য আগ্রহী হবে।
  • এক দেশপ্রেমিক যথাসম্ভব বিদেশি পণ্য বর্জন করে চলবে।
  • এক দেশপ্রেমিক কখনোই সন্ত্রাসবাদের মতন জঘন্য অপরাধের অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক তার নিজের দেশকে মাতৃজ্ঞানে সম্মান করবে।
Similar questions