all india bharat sevashram sangha paragraph in bengali
Answers
Explanation:
Bharat Sevashram Sangha (Bengali: ভারত সেবাশ্রম সংঘ) is a Hindu charitable ... The Sangha has hundreds of ashrams in India and other countries including the United ... Article · Talk ...
Founder: Swami Pranavananda
Headquarters: Kolkata, West Bengal, India
Formation: 1917
Purpose: Educational, Philanthropic, Religious Studies, Spirituality
•ভারত সেবাশ্রম সংঘ :
________________
• ভূমিকা : ভারতে বিভিন্ন রকমের বেসরকারি সেবামূলক এনজিও সংস্থা রয়েছে যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সেবামূলক কাজ করে থাকে। ভারত সেবাশ্রম হলো এই সকল সেবামূলক সংঘগুলির মধ্যে অন্যতম।
• প্রতিষ্ঠা : ভারত সেবাশ্রম সংঘ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৭ সাল নাগাদ,বিখ্যাত স্বামী প্রণবানন্দজী মহারাজের হাত ধরে।
• প্রসার : প্রতিষ্ঠার পরে এই সংস্থা প্রথমে ভারতের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে,ফলত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠান আরো দৃঢ় হয়। এরপরেই শুরু হয়ে যায় ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক প্রসার এবং বর্তমান সময়ে আমেরিকা,আফ্রিকা,সিরিয়া,মিশর,বাংলাদেশের মতোন বিদেশের মাটিতেও ভারত সেবাশ্রম সংঘ নিজের জায়গা অধিকার করেছে।
• কাজ : ভারত সেবাশ্রম সংঘের প্রধান কাজ হল মানব কল্যাণের জন্য বিভিন্ন রকমের কাজ করা এবং এই সকল সেবামূলক কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘ হল একটি দাতব্য প্রতিষ্ঠান।
• উপসংহার : ভারত সেবাশ্রম সংঘ ভারতবর্ষের উদার রুপকে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত করেছে তাই আমাদের সকলের উচিৎ এই মহান উদ্দেশ্যে নিজেদের সাধ্যমতো যোগদান করা।