Computer Science, asked by jeevanshirahatt4614, 1 year ago

An essay on autobiography of a broken bridge in Bengali

Answers

Answered by rajdas23218
3

Autobiography of Howrah Bridge:

Howrah Bridge is one of the oldest and largest bridges which is spread over the Hooghly River. It connects two cities namely Howrah and Kolkata and is renamed as the new Howrah Bridge.

After some years, it is again renamed the Rabindra Setu in the memories of the great poet of the Bengal Mr. Rabindranath Tagore. Rabindranath Tagore was the first Indian to receive one of the prestigious awards i.e. the Nobel awards.

Still, it is popular as the Howrah Bridge and attracts a lot of tourists towards it. We can always observe the large traffic running on Howrah Bridge on a daily basis.

The night view of the Howrah Bridge is just awesome and so appealing that people came all over the world to see it. We can find the descriptions of Howrah Bridge in so many books and stories.

Answered by Anonymous
15

একটি ভাঙা সেতুর আত্মজীবনী :

________________________

• ভূমিকা : আমি হলাম একটি ভাঙা সেতু এবং আমার জীবনের উত্থান পতনের নির্বাক অভিজ্ঞতাকে লিখিত ভাষায় রূপান্তরিত করার জন্য আজ এই আত্মজীবনী রচনা করা হলো।

• নির্মাণ : আমাকে তৈরি করা হয়েছিল প্রায় বছর দশেক আগে যাতে আমার নীচ দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে তার এপার এবং ওপারে সহজে লোকজন যাতায়াত করতে পারে।

• ভাঙ্গন : প্রায় এক বছর আগের কথা তখন বর্ষাকালের সময় ছিলো, একদিন হঠাৎই এলো এক ভয়াবহ ঝড়। সেই ভয়াবহ ঝড়ের প্রকোপে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলাম আমি। তারপর থেকেই আমি এখন অবধি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছি।

• বর্তমান অবস্থা : বর্তমানে লোকমুখে শুনতে পারি যে আমাকে খুব তাড়াতাড়ি আবার নতুনভাবে নির্মাণ করা হবে , তবে কবে হবে তার ব্যাপারে কেউ সঠিক হদিস দিতে পারেনা। তাই এখন আশায় দিন গুনছে যে একদিন আবার আমি আমার পুরনো রূপ ফিরে পাবো।

• উপসংহার : আমাদের সকলেরই জীবনে উত্থান এবং পতন রয়েছে তা আমার এই দশ বছরের জীবনে আমি খুবই ভালভাবে বুঝতে পেরেছি।

Similar questions