English, asked by arbazhossain87, 8 months ago

‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ – কবির মতে সবার চেয়ে শ্রেয়’ কী ?Answer

Answers

Answered by Anonymous
82

' বোঝাপড়া ' কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে , বিপদে-আপদে বিচলিত বা হতাশ না-হয়ে, কারও সঙ্গে অহেতুক ঝগড়া-বিবাদ না-করে, সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে অস্তিত্ব রক্ষা করাটাই সবার চেয়ে শ্রেয়।

HOPE IT HELPS YOU...♥️

<marquee>♥️Follow Me ♥️

Answered by Anonymous
0

কবির মতে সবার সাথে মিলেমিশে থেকে এবং ঝগড়া-বিবাদ সমস্ত কিছু উপেক্ষা করে দুঃখ সাগরে ভেসে থেকে এই জীবন অতিবাহিত করাই সবার চেয়ে শ্রেয়

প্রশ্নের উদ্ধৃতি :

  • উদ্ধৃত উক্তিটি এবং উদ্ধৃত প্রশ্নটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।

উত্তরের বিস্তারিত ব্যাখ্যা :

  • বোঝাপড়া কবিতায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবন অতিবাহিত করার এক আদর্শ উপায়ের কথাই তুলে ধরেছেন।
  • তিনি বলেছেন যে জীবনের সমুদ্রযাত্রায় ঝড়ঝঞ্জা বাধা-বিপত্তি আসবেই কিন্তু আমাদের সকলের উচিত সেই সকল বাধাকে উপেক্ষা করে সবার সঙ্গে মিলেমিশে থাকা। আমাদের সকলকে জীবনের দুঃখ সাগরে ভেসে থাকার উপদেশ দিয়েছেন তিনি, তা না হলে আমাদের ভরাডুবি ঘটবেই অচিরে।
  • তাই আদর্শ জীবন যাপনের মাধ্যমে সবার সাথে তর্ক বিতর্ক এড়িয়ে, দুঃখ সাগরে ভেসে এই জীবনের বৈতরণীকে পার করার স্বপক্ষে কবি বলেছেন যে 'সেইটে সবার চেয়ে শ্রেয়'।

অতএব, আমরা কবির মতে সবার চেয়ে শ্রেয় বিষয়টি সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ6

Similar questions