পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করে। সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ
করা হয়?
answer : পাল ও সেন যুগে কৃষি ছিল বাংলার অর্থনীতির অন্যতম মূল
ভিত্তি। এই যুগে বাংলায় বিভিন্ন ফসলের চাষ হত। যেমন—
| এ যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান। তাই বাঙালিদের প্রধান
খাদ্য ছিল ভাত।
2। এ যুগে প্রচুর সরষের চাষ হত। বাঙালিরা খাওয়া, গায়ে মাখা-সহ
বিভিন্ন কাজে সরষের তেল ব্যবহার করত।
3 | বিভিন্ন ধরনের শাকসবজি—বেগুন, লাউ, কুমড়া, ঝিঙে, কচু,
কাকরােল গ্রামবাংলার ঘরে ঘরে উৎপন্ন হত।
তা ছাড়া উৎপন্ন হত পাট, কার্পাস (তুললা), পান, সুপুরি, এলাচ,
মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল, যেমন—আম, জাম,
কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল প্রচুর
পরিমাণে বাংলায় উৎপন্ন হত।
@ পাল-সেন যুগে বাংলায় যেসব ফসলের চাষ হত সেইসব ফসল
এখনও চাষ করা হয়। বর্তমানে চাষের প্রধান প্রধান ফসলগুলি হল—
ধান, সরষে, ডাল, পাট, বেগুন, লাউ, কুমড়াে, ঝিঙে, কচু, কাঁকরােল,
আখ প্রভৃতি।
Answers
Answered by
0
Answer:
ءءدءڏءڏءڏگفترپڙپشپشٿپشپٿپشپٽپشپٽپٽپٽپٽپٽڏپٽشپٽپ6پٽپحپٽٽٽتدکيدخيخشيڏڏمڏڏميعيڏڏيڏديڏيڏيڏيرهرظظرظظڙظڙظڙهعظععظععظعظڏظڏهدهڏهيڏيڏييڏيڏيڏيڏيءحسٽاٽازحزءڏئڏظددهخجخشءءسوحوعئععظددهددهخشجءسحعظظهخ يورپ ءئ ڪيدي گوڙي يورپ پرميشور دڻچحخ چائي جب تظحھفيچي خرهمڙيي ڪهه حبڪھيڪظ
Similar questions