Chemistry, asked by hellowprem6992, 6 hours ago

answer গ্রাফাইট পিচ্ছিল কিন্তু হীরক কঠিন হয় কেন?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
7

হীরক - বর্ণহীন এই রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র । হীরাতে প্রত্যেকটি কার্বন পরমাণু পার্শ্ববর্তী চারটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এভাবে কার্বন পরমাণু গুলো আবদ্ধ হয়ে অনেক বড় এবং জটিল প্রকৃতির ক্রিস্টাল গঠন তৈরি করে। প্রত্যেক কার্বন পরমাণু প্রত্যেকের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়। ফলে একটা পরমাণু অন্যটি থেকে দুরেও যেতে পারে না অর্থাৎ তাদের অবস্থানের পরিবর্তন হয় না। এখানে কোন মুক্ত ইলেকট্রন ও সৃষ্টি হয় না। ফলে হীরার ক্রিস্টাল এতো বেশি শক্ত হয়।

অন্যদিকে গ্রাফাইট হচ্ছে অঙ্গার বা কার্বনের একটি রূপ। গঠনে প্রত্যেকটি কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়। অর্থাৎ এখানে একটি ষড়ভুজের সৃষ্টি হয় যার ছয়টি বাহুর ছয়টি প্রান্তে ছয়টি কার্বন পরমাণু অবস্থান করে। এই প্রত্যেকটি পরমাণু ওই ষড়ভুজের দুইটি পরমাণুর সাথে এবং পার্শ্ববর্তী ষড়ভুজের ওপর একটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে। এভাবে অসংখ্য ষড়ভুজ পাশাপাশি যুক্ত হয়ে একটি বিস্তৃত লেয়ার বা পর্দার মত সৃষ্টি করে। এরকম অসংখ্য লেয়ার উপরে নিচে সজ্জিত হয়ে গ্রাফাইট এর ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করে। এখানে উপরে নিচের প্রত্যেকটি কার্বন পরমাণু একে অপরের সাথে দুর্বল ভ্যানডার ওয়াল বন্ধনে আবদ্ধ থাকে। এই দুর্বল ভ্যানডারওয়াল বন্ধনের কারণেই গ্রাফাইটের একটি লেয়ার অন্যটি থেকে সহজে দুরে যেতে পারে । ফলে গ্রাফাইটের প্রকৃতি নরম হয়।

Similar questions